১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৮

বাংলাদেশি নারী শিল্পীদের চিত্র প্রদর্শনী শুরু যুক্তরাষ্ট্রে

দৈনিক দেশজনতা ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী ও বাংলাদেশের নারী শিল্পীদের শিল্পকর্ম নিয়ে পাঁচ দিনব্যাপি একটি চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের ম্যানহাটনে ‘বাংলাদেশের নারী শিল্পীদের চিত্র প্রদর্শনী’ শিরোনামে শুরু হওয়া এ প্রদর্শনীতে প্রায় ৩০টি শিল্পকর্ম স্থান পাচ্ছে।

৩১ জুলাই সোমবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

চেলসি আর্ট ডিস্ট্রিক্টের আর্ট গ্যালারি ‘রগ স্প্যাস’-এ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদর্শনীটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও নারীর ক্ষমতায়নের কথা তুলে ধরে বাংলাদেশের নারী শিল্পীদের শিল্পকর্মের প্রশংসা করেন। বাংলাদেশের ও প্রবাসী শিল্পীদের শিল্পকর্মের সমন্বয় উভয় ক্ষেত্রের শিল্পীদের প্রেক্ষিত তুলে ধরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি প্রদর্শনী আয়োজনের জন্য কনস্যুলেটকে ধন্যবাদ জানান।

নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্টের আঞ্চলিক অফিসের পরিচালক জেফ্রি আর. সেলারস তার বক্তব্যে প্রদর্শনী আয়োজনের জন্য অভিনন্দন জানান। বন্ধুপ্রতিম দুই দেশের মানুষের মধ্যে গভীরতর সংযোগ তৈরির ক্ষেত্রে সংস্কৃতি একটি বিশেষ ভূমিকা পালন করতে পারে-উল্লেখ করেন জেফি।

ঢাকার ‘গ্যালারী ২১’, নিউ ইয়র্কের ‘দ্য নিউ ইর্য়ক আর্ট কানেকশন’ এবং ‘বাংলাদেশি-আমেরিকান আর্টিস্ট ফোরাম’-এ চিত্র প্রদর্শনী আয়োজনে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেলকে সহায়তা করছে।

উদ্বোধনী পর্বে প্রদর্শনীর আয়োজক কনসাল জেনারেল মো.শামীম আহসান আগত অতিথিদের স্বাগত জানান। এ সময় শামীম আহসান তার বক্তব্যে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২৯, ২০১৭ ৭:৪৫ অপরাহ্ণ