১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৫

পাটুরিয়ায় চলন্ত ফেরিতে আগুন

নিজস্ব প্রতিবেদক:

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে একটি চলন্ত ফেরিতে আগুন লেগে দু’জন আহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রো রো ফেরি ভাষা শহীদ গোলাম মাওলার ইঞ্জিনে এ আগুন লাগে। বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে চলন্ত ফেরির ইঞ্জিনে আগুন লাগে।

আহতদের একজনের নাম পাওয়া গেছে। তিনি ওই ফেরির টেন্ডল আবদুল মান্নান (৫০)। সিএটু স্প্রে মেশিন দিয়ে আগুন নেভানোর সময় গ্যাসে তিনি আক্রান্ত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বাকিজনের নাম পাওয়া যায়নি। আগেুনের খবরে ফেরির যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে মানিকগঞ্জ ও ঘিওর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফেরিটি তীরে নিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান জিল্লুর রহমান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৯, ২০১৭ ১:৫১ অপরাহ্ণ