নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন ব্যক্তিগত আক্রোশের কারণে আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলনের অনুমতি সরকার দেয়নি ।
শুক্রবার বেলা সাড়ে ১১ টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, বিদেশি অতিথিরাও বাংলাদেশে এসেছেন তিন দিনব্যাপী আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন উপলক্ষে । সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন। কিন্ত, সরকার হঠাৎ করেই সম্মেলনে বাধা দিয়েছে। ব্যক্তিগত আক্রোশ থেকেই সরকার আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলনের অনুমতি দেয়নি। এতে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।
তিনি বলেন, ৫ জানুয়ারির একতরফা ভোটারবিহীন নির্বাচনের পর সরকার তার মিত্রদের ছাড়া আর কাউকে সভা-সমাবেশের অনুমতি দেয়নি। যারা দেশে একদলীয় শাসন কায়েম করে, তারা দেশের মানুষকে খোয়াড়ের প্রাণী মনে করে।
দৈনিক দেশজনতা / আই সি