১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২১

গুলশান হামলার পরিকল্পনাকারী রাশেদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী নব্য জেএমবির রাশেদ ওরফে রেশকে নাটোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নাটোরের সিংড়া এলাকা থেকে রাশেদকে গ্রেপ্তার করে বগুড়া জেলা পুলিশের একটি দল।

গ্রেপ্তার রাশেদকে গুলশান হামলা মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের কাছে হস্তান্তরের জন্য ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বগুড়া জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিংড়া বাসস্ট্যান্ড থেকে রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে। যেহেতু গুলশান হামলার মামলাটি পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তদন্ত করছে, সেহেতু তাদের কাছেই রাশেদকে হস্তান্তর করতে ঢাকায় নেওয়া হচ্ছে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২৮, ২০১৭ ৯:৪৪ পূর্বাহ্ণ