১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০২

উখিয়ায় বিজিবির অভিযানে ১১ লক্ষাধিক টাকার ইয়াবা উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবির সদস্যরা যাত্রীবাহী গাড়িতে তল্লাশী চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় বিজিবির সদস্যরা কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১১ লক্ষ ২৫ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে টেকনাফ থেকে চট্টগ্রামগামী এসআলম গাড়ি (যার নং- ঢাকামেট্টো-ব-১১-০৫০৮) বাসটি তল্লাশী চালিয়ে উপরোক্ত পরিমাণ ইয়াবাগুলো উদ্ধার করা হয়। মরিচ্যা যৌথ চেকপোষ্টের সুবেদার নজরুল ইসলাম ইয়াবা আটকের সত্যতা স্বীকার করেছেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জুলাই ২৭, ২০১৭ ৯:৩৬ অপরাহ্ণ