২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৮

চীন রাশিয়ার চেয়েও যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র এক বিশ্লেষক জানিয়েছেন, রাশিয়াকে নিয়ে যতটা উদ্বেগ রয়েছে, চীন তার চেয়ে ঢের বেশি হুমকি হয়ে উঠতে পারে। পূর্ব এশিয়া বিভাগের উপ-সহকারী প্রধান মাইকেল কলিন্স মনে করেন, রাশিয়া নয় বরং চীনের দিকেই যুক্তরাষ্ট্রের বেশি মনোযোগ দেয়া উচিত। তার মতে, রাশিয়ার দিকে সবার মনোযোগ বেশি থাকার সুবাদে চীন ক্রমেই হুমকি হয়ে উঠছে । কলিন্সের বক্তব্য তুলে ধরে এশিয়া টাইমস বুধবার তাদের প্রতিবেদনে বলেছে, বিগত কয়েক বছর ধরে চীন যেভাবে সংকল্প আর আত্মবিশ্বাসের মধ্যে নিজেদের গড়ে তুলছে, তাতে অচিরেই দেশটি যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হবে।

সম্প্রতি কলোরাডোতে একটি নিরাপত্তা ফোরামে বক্তব্য দেয়ার সময় কলিন্স বলেন, ‘রাশিয়ার বিষয়ে প্রতিদ্বন্দ্বী হিসেবে অনেক কথা বলা হয়ে থাকে। সেটি এমন একটি দেশ যা উদারনৈতিক আন্তর্জাতিক নিয়মকে মেনে চলার প্রয়োজন মনে করে না। তারা বরং বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের যে প্রভাব রয়েছে তা খর্ব করার প্রচেষ্টায় ব্যস্ত। এই ব্যাপারে তাদের ক্ষমতাও রয়েছে।’ তিনি বলেন, ‘চীনও যে এই বিষয়গুলোতে শক্তিধর হয়ে উঠেছে, সে ব্যাপার আমি তর্ক করতেও দ্বিধা করব না এবং তাদের শক্তি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।’ কলিন্স বলেন, রাশিয়া যখন যুক্তরাষ্ট্রের প্রতি ইচ্ছাকৃতভাবে সমস্যা সৃষ্টি করছে তখন মস্কো এটাও লক্ষ্য করেছে যে, চীন-মার্কিন সম্পর্কেও ফাঁক তৈরি হচ্ছে।

তিনি বলেন, ‘চীন যদি যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হয়ে ওঠে তবে তা হবে রাশিয়ার জন্যও সহায়ক। কাজেই আমরা যখনই ভাবছি যে রাশিয়া যুক্তরাষ্ট্রের জন্য মাথাব্যাথার কারণ, তখনই চীনের প্রতি মনোযোগ হারানোটা মস্কোর জন্য কল্যাণই বয়ে আনছে। কেন না, মস্কোর সঙ্গে বেইজিংকে একজোট হতে সাহায্য করবে মার্কিন-চীন সম্পর্কের অবনতি ।’

সিআইএ’র দৃষ্টিতে গত ৪০ বছরে এশিয়ার শান্তি বজায় রাখার ব্যাপারে চীন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা তাকে খাটো করেই দেখে আসছে । বেইজিংয়ের এখন লক্ষ্য হচ্ছে, এশিয়া থেকে মার্কিনি প্রভাব যে কোনো উপায়ে খর্ব করা। কলিন্স বলেন, এশিয়ায় চীন-মার্কিন প্রতিযোগিতা দৃষ্টিগোচর না হলেও বিশ্বের চোখে তা ঠিকই ধরা পড়েছে। তিনি আফ্রিকায় চীনের বড় ধরনের সামরিক ঘাঁটি স্থাপনের উদাহরণ তুলে ধরে বলেন সেখানে কিন্তু মার্কিন সামরিক ঘাঁটিও রয়েছে।

কলিন্স এশিয়ার সাম্প্রতিক সমস্যায় চীনের হস্তক্ষেপের উদাহরণও তুলে ধরে বলেন বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে যে কোরীয় উত্তেজনা, দক্ষিণ চীন সাগরে সমস্যা, বাণিজ্য থেকে শুরু করে সব জায়গাতেই চীন হস্তক্ষেপ করছে। ’ তিনি বলেন তবে চীন কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়াবে না উল্লেখ করে, ‘তারা আসলে ক্ষমতার ভারসাম্য বজায় রেখে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে ইচ্ছুক।’

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :জুলাই ২৭, ২০১৭ ৫:১০ অপরাহ্ণ