২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:১৭

এক সপ্তাহে দু’বার লটারির প্রথম পুরস্কার লাভ

নিজস্ব প্রতিবেদক:

নিজের ভাগ্যকে বিশ্বাসই করতে পারছিলেন না ১৯ বছরের তরুণী রোজা ডমেনিগেজ! এক সপ্তাহে পরপর দু’বার লটারিতে প্রথম পুরস্কার জিতেছেন তিনি। ব্যাংক-ব্যালান্স রাতারাতি ফুলেফেঁপে উঠেছে তার। কারণ, দু’বারই প্রথম পুরস্কার জেতায় তার নামে জমা পড়েছে বিশাল অঙ্কের অর্থ। ভারতীয় মূল্যে যা প্রায় ৪ কোটি ২১ লাখ টাকা। খবর এনডিটিভির।

ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায়। গত সপ্তাহের শুরুতে একটি পেট্রল পাম্প থেকে মাত্র ৫ ডলার দিয়ে লটারির টিকিট কিনেছিলেন রোজা। খেলার ফলাফল বের হলে জানা যায়, রোজাই প্রথম পুরস্কারটি জিতেছেন। পুরস্কার মূল্য বাবদ ৫ লাখ ৫৫ হাজার ৫৫৫ মার্কিন ডলার হাতে পেয়ে যান রোজা। এরপরই তার উৎসাহ বেড়ে যায়। ঝোঁকের বশে আরো ৫ ডলার দিয়ে কিনে ফেলেন আরেকটি টিকিট। এবারো সেই ক্যালিফোর্নিয়া লটারিরই।

তার ফলাফল ঘোষণার পর জানা যায়, রোজা এবারো জিতেছেন প্রথম পুরস্কার। পুরস্কার মূল্য ১ লাখ মার্কিন ডলার। অর্থাৎ, এক সপ্তাহে দু’বার লটারিতে প্রথম পুরস্কার জেতা রোজা ডমেনিগেজের ব্যাংক অ্যাকাউন্টে এক সপ্তাহের মধ্যেই জমা পড়ে যায় মোট ৬ লাখ ৫৫ হাজার ৫৫৫ মার্কিন ডলার।

অনুভূতি প্রকাশে এই মার্কিন তরুণী বলেন, ‘খুব নার্ভাস লাগছে! কান্না পাচ্ছে!’ তিনি জানান, আপাতত একটা গাড়ি কেনার ইচ্ছে আছে তার। আর তারপর অনেক অনেক শপিং, আরো কত কী…!

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৭, ২০১৭ ৩:৩৯ অপরাহ্ণ