২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:২৯

পদত্যাগের ১৪ ঘণ্টা পরই শপথ নিলেন নিতীশ

আন্তর্জাতিক ডেস্ক:

পদত্যাগের ১৪ ঘণ্টা পরই বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নিতীশ কুমার। বৃহস্পতিবার সকালে তিনি ষষ্ঠবারের মতো মুখ্যমন্ত্রীর শপথ নিলেন। এর মধ্যে দিয়ে নিতীশ কুমার, লালু প্রসাদ যাদব ও কংগ্রেসের মধ্যকার মহাজোটের দুই বছরের সম্পর্কের ইতি ঘটল। নিতীশ নতুন করে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে জোট করে সরকার গঠন করছেন। খবর এনডিটিভির।

নিতীশের কড়া সমালোচনা করেছেন কংগ্রেসের ভাইস চেয়ারম্যান রাহুল গান্ধী। তিনি বলেছেন, ‘নেতারা যে ক্ষমতার জন্য সবকিছু করতে পারেন, সর্বশেষ উদাহরণ নিতীশ। তিনি স্বার্থপরের মতো আচরণ করেছেন।’

এর আগে গতকাল বুধবার নাটকীয়ভাবে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন নিতীশ কুমার। পরে দিল্লিতে বিজেপির শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠক করে বিহারে নিতীশকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেন। সমর্থন পেয়ে রাজ্য বিজেপির নেতা সুশীল মোদিকে উপমুখ্যমন্ত্রী করছেন নিতীশ কুমার।

এর আগে পদত্যাগের কয়েক ঘণ্টা পর রাতে নিতীশ কুমার রাজ্য গভর্নরের সঙ্গে দেখা করেন। তিনি গভর্নরকে জানান, বিজেপি তাকে সমর্থন দিয়েছে। ওই সমর্থনে তিনি নতুন করে সরকার গঠন করতে প্রস্তুত।

বিহারের রাজধানী পাটনায় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে পরে নিতীশ সাংবাদিকদের বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে চিরকাল সংগ্রাম করেছি। কিন্তু আমার মন্ত্রিসভার বিরুদ্ধে দুর্নীতি নিয়ে যেসব প্রশ্ন উঠেছে, তার উত্তর আমার জানা নেই। পদত্যাগ করা ছাড়া আমার কাছে অন্য কোনো উপায় আর ছিল না।’

নিতীশ মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী প্রতাপের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) সম্প্রতি দুর্নীতির মামলা দায়ের করে।

সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদের ছেলে তেজস্বী পদ ছাড়তে অস্বীকার করেন। বাপ-বেটা জানান, পদত্যাগ করার প্রশ্নই ওঠে না। ওই মামলা বিজেপির চক্রান্ত। পরে নিজেই পদত্যাগের ঘোষণা দেন নিতীশ। বিহার বিধানসভার মোট আসন ২৪৩। এর মধ্যে লালু প্রসাদের দল আরজেডির ৮০টি, নিতীশের জনতা দলের ৭১ এবং কংগ্রেসের ২৭টি আসন রয়েছে। বিরোধী দল বিজেপির আসনসংখ্যা ৫৩।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৭, ২০১৭ ১২:০৫ অপরাহ্ণ