শিল্প–সাহিত্য ডেস্ক:
বিপরীতমুখী দর্শনে দীক্ষিত দুই বন্ধু অন্নদা ও আশু। অন্নদা ব্রাহ্ম ধর্ম গ্রহণ করায় খানিকটা আধুনিক, পাশ্চাত্য ঘরানার যুক্তিবাদী ও তথাকথিত বিজ্ঞানমনস্ক। আশু ফিজিক্যাল সায়েন্সে এমএ করেও সনাতন ধর্মের সংস্কার ও ভক্তিবাদে বিশ্বাসী। এ দুই চরিত্রের দেখা মিলবে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা ‘বশীকরণ’-এ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় প্র্রদর্শিত হবে ‘বশীকরণ’। নাটকটি মঞ্চে এনেছে সংস্কার নাট্যদল। নবনাটলিপি ও নির্দেশনায় আছেন ইউসুফ হাসান অর্ক। নাটকে আরো দেখা যাবে— শ্বশুরের গোঁড়ামিতে অন্নদার স্ত্রী অনিচ্ছা সত্ত্বেও স্বামী ছেড়ে গয়া-কাশী ঘুরে বশীকরণ মন্ত্রে দীক্ষাদাত্রী মাতাজি সেজে এই শহরে এসেছেন। আরেক বিধবা মা তার কন্যাকে পাত্রস্থ করার পরিকল্পনা নিয়ে একই শহরে হাজির। ঘটনাক্রমে দুজন যে দুটি বাড়ি ভাড়া নিয়েছে তা একই মালিকের। ঘটে যায় ভাড়াটিয়া বদল। সবশেষে নানা ঘটনায় বিপরীত দার্শনিকতার দুই বন্ধুর বশীকরণ ঘটে। ‘বশীকরণ’-এ অভিনয় করেছেন কনক, আশিকুর, বাপ্পী, নদী, আরিফুল, পৃথা, শ্রাবণ, স্বপন, ইভা, সামিয়া, মুকুল, সন্ত, চঞ্চল, সুজন, নিশু, রফিকুল, মিজানুর, সাজ্জাদ, অলি, বশির, মাসুদ ও শহীদুল। নাটকের মঞ্চ ও সঙ্গীতে আছেন ইউসুফ হাসান অর্ক, আলো হাবিব মাসুদ, পোশাক সামিউন জাহান দোলা, কোরিওগ্রাফি আমিনুল আশরাফ ও রূপসজ্জায় আছেন লিপি দে। ১৩ জুলাই ‘বশীকরণ’-এর উদ্বোধনী মঞ্চায়ন হয়। এটি সংস্কারের পঞ্চম প্রযোজনা।
দৈনিকদেশজনতা/এন এইচ