নিজস্ব প্রতিবেদক:
প্রতারণা ও মানব পাচারের অভিযোগে ৪ নাইজেরিয়ান নাগরিকসহ ৯ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-ডিএমপি)। বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান। তিনি জানান, দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি কতিপয় অপরাধীর যোগসাজসে দেশে প্রতারণা ও মানব পাচার করা হচ্ছে। একাধিক অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়। এর আগেও তাদের বেশ কিছু সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এর ধারাবাহিকতায় গোয়েন্দা পুলিশ এ ৯ জনকে আটক করেছে। তাদের নাম পরিচয় তাৎক্ষণিক জানানো হয়নি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
দৈনিকদেশজনতা/এন এইচ