১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫২

নাশকতার মামলায় জামিন পেলেন আন্দালিব রহমান পার্থ

দেশজনতা ডেস্ক :

রাজধানীর পল্টন থানার নাশকতার পৃথক তিন মামলায় জামিন পেয়েছেন বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে মামলা তিনটিতে জামিন আবেদন করে পার্থ। পরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম জামিনের এ আদেশ দেন।

এ বিষয়ে আদারত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. জালাল উদ্দিন সাংবাদিকদের জানান, প্রত্যেক মামলায় দুই হাজার টাকা করে মুচলেকায় আসামিকে জামিন দিয়েছেন আদালত।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৫ সালে বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর পল্টন থানা এলাকায় পুলিশের কর্তব্যকাজে বাধাদান, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় এ মামলা তিনটি দায়ের করে পুলিশ। পরে ঘটনার তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

এম/এম

প্রকাশ :মে ৯, ২০১৭ ৭:২৯ অপরাহ্ণ