১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৪

গাজীপুরের টঙ্গীতে তুলার গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় বুধবার সকালে একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মোর্শেদুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৯টার টঙ্গীর আউচপাড়া বটতলা এলাকার মকবুল হোসেন ও কানন মিয়ার তুলার গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে। এসময় পাশের বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকট শব্দে বিস্ফোরিত হলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারিননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২৬, ২০১৭ ১২:৪৩ অপরাহ্ণ