১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২১

নেইমারের মুক্তি মামলা থেকে

স্পোর্টস ডেস্ক:

কর ফাঁকির মামলা থেকে নেইমারকে মুক্তি দিয়েছে ব্রাজিলের আদালত। নেইমারের বাবা এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে এই অভিযোগের নিষ্পত্তি হয়েছে।

নেইমার সান্তোস থেকে স্পেনে যাওয়ার পর তার নামে কর ফাঁকির অভিযোগ ওঠে। ২০১১-১৪ সাল পর্যন্ত দুই ক্লাব এবং স্পন্সরদের সঙ্গে চুক্তির বিষয় ‘গোপন’ করায় তাকে ৫৬.৭ মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়। মেসিও একই ধরনের অভিযোগে অভিযুক্ত হন। তার জেলও হয়ে যায়। পরে জরিমানা দিয়ে মুক্তি পান।

কিন্তু নেইমারকে ব্রাজিলে কিছুই করতে হচ্ছে না। তার নামে অভিযোগ প্রমাণিত হয়নি।

ফেডারেল পাবলিক মন্ত্রণালয় থেকে পরিচালিত কর ফাঁকির অভিযোগ নিষ্পত্তি হওয়ার খবর আমাদের কাছে বড় স্বস্তির ব্যাপার, বিবৃতিতে জানিয়েছেন নেইমারের বাবা, এটা প্রমাণ করে আমরা আইনের প্রতিটি ধাপ অনুসরণ করেছি।

কিছুটা অভিযোগের সুরে তিনি বলেন, ‘চার বছরের এই ঝামেলায় আমার পরিবার অনেক ভুগেছে। অনেক লোকের সন্দেহ থাকা সত্ত্বেও বোঝা যায় আমাদের দেশে ন্যায় বিচার আছে।’

নেইমারের জন্য এই খবর স্বস্তির আরো একটি কারণে। মৌসুমের শুরুতে পিএসজিতে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি। কর ফাঁকির এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ায় নতুন ক্লাবের সঙ্গে চুক্তি করতে সুবিধা হবে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২৬, ২০১৭ ১০:৪২ পূর্বাহ্ণ