১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫১

বান্দরবানে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানের পর্যটন কেন্দ্র মেঘলার কাছে মৃত্তিকা পানি সংরক্ষণ অফিস সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে ওই এলাকার সিঅং প্রু মারমার বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিক উল্লাহ্ জানান, সকালে বাগানের মালিক জঙ্গলে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাগান মালিক সিংঅং প্রু জানান, তিনি দীর্ঘদিন বাগানে যাননি। মঙ্গলবার সকালে সেখানে গেলে তিনি পঁচা গন্ধ পান। পরে জঙ্গলের মধ্যে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ওসি জানান, লাশটি ফুলে-ফেঁপে বিকৃত হয়ে গেছে। তার পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। দুর্বত্তরা হত্যা করে লাশটি পাহাড়ি জঙ্গলে ফেলে রেখে যায় বলে পুলিশের ধারণা। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৫, ২০১৭ ২:৪০ অপরাহ্ণ