১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৮

স্কুলের মাঠে মাছ শিকার

নিজস্ব প্রতিবেদক:

কয়েক দিনের টানা বৃষ্টিতে মাছ চাষের পুকুরগুলো তলিয়ে গেছে। পুকুরের মাছ ছড়িয়ে পড়েছে পাশের ফসলি জমি, আশপাশের খাল-বিল ও স্কুলের খেলার মাঠে। এ মাছ ধরার জন্য হুমড়ি খেয়ে পড়ছে জেলে সম্প্রদায়সহ নানা বয়সী মানুষ। প্রবল বৃষ্টিতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এখন হাঁটু পানি। পাশে থাকা পুকুরের পানি প্রবেশ করছে প্রতিনিয়ত খেলার মাঠে। পুকুরে থাকা চাষের মাছগুলো এখন মাঠের এই হাঁটু পানিতে লাফালাফি করতে দেখে শিকারে নামছেন অনেকেই।

এই পানিতে ঝাঁকি জাল(গ্রাম্য ভাষায়) দিয়ে মাছ শিকার করছেন জেলেরা। আর তা দেখার জন্য ভিড় করছে আশপাশের এলাকা থেকে আসা লোকজন। তেলাপিয়া, পুঁটি, বাইন, সিং মাছসহ নানা জাতের মাছও পাওয়া যাচ্ছে এই হাঁটু পানিতে।

ধানকোড়া মাঝিপাড়ার প্রেম কুমার হালদার পরির্বতন ডটকমকে বলেন, ‘সকালে মাঠের দিকে আইসা দেখি মাছের ঝাঁক। পরে ঝাঁকি জাল দিয়া পুটি, বাইন, সিং (জিয়ল) মাছ মারছি। আরো অনেক মাছ এই মাঠে আছে।’ মাখন নামে এক যুবক বলেন, আমি ধানকোড়া বাজারে আইসা শুনি মাঠে মাছ ধরছে অনেকে। পরে আইসা আসলেই দেখলাম নানা জাতের অনেক মাছ ধরা পড়েছে এই খেলার মাঠ থেকে।’

এ বিষয়ে ধানকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরসেদ আলম পরির্বতন ডটকমকে জানান, প্রচুর বৃষ্টিতে মাঠে পানি প্রবেশ করছে। পাশে থাকা পুকুরের পানিতে ভরে গেছে স্কুলের খেলার মাঠ। পানি বের হওয়ার জন্য কোনো জায়গা না থাকায় এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, সকাল থেকেই মাছ শিকারের জন্য জেলেরা ঝাঁকি ফেলছে। তাতে ধরা পড়েছে নানা জাতের মাছ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৫, ২০১৭ ১:২৯ অপরাহ্ণ