১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০১

ঝিনাইদহে ১৭০ গাঁজা গাছসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রত্নাহাট গ্রাম থেকে ১৭০টি গাঁজা গাছসহ মকবুল হোসেন (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়। আটক মকবুল রত্নাহাট গ্রামের মৃত বদিয়ার আলীর ছেলে।

ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মকবুলের বাড়ির পেছন থেকে ১৭০টি গাঁজা গাছ উঠিয়ে জব্দ করা হয়। পরে মকবুল হোসেনকে আটক করে থানায় নেওয়া হয়। এ ব্যাপারে শৈলকুপা থানায় মামলা হয়েছে বলে রাসেল আলী জানান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৫, ২০১৭ ১২:৩৯ অপরাহ্ণ