শিল্প–সাহিত্য ডেস্ক:
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় আগামী ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে ২২তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০১৭। জাতীয় চিত্রশালার গ্যালারিসমূহে এ প্রদর্শনী চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত। সোমবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী এবং চারুকলা বিভাগের পরিচালক শিল্পী মনিরুজ্জামান।
সংবাদ সম্মেলন বলা হয়, শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠালগ্ন ১৯৭৪ সাল থেকেই হয়ে আসছে জাতীয় চারুকলা প্রদর্শনী। এরই ধারাবাহিকতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক এ প্রদর্শনীতে অংশগ্রহণের লক্ষ্যে ২৫ বছরের ঊর্ধ্বে চারুকলার সব মাধ্যমে চর্চারত বাংলাদেশি চারুশিল্পীদের কাছ থেকে শিল্পকর্মের রঙিন আলোকচিত্র/সিডি জমা দেয়ার আহ্বান জানিয়ে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তিসহ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, দেশের সব জেলা শিল্পকলা একাডেমি ও চারুকলা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে একাডেমির পক্ষ থেকে পত্র পাঠানো হয়। পরবর্তীতে প্রদর্শনীতে অংশ নিতে ৬৩০ জন নির্ধারিত সময় ৩০ এপ্রিলের মধ্যে ১৮৯০টি শিল্পকর্ম জমা দেন। এসব শিল্পকর্ম থেকে বিশিষ্ট শিল্পীদের সমন্বয়ে গঠিত শিল্পকর্ম নির্বাচন কমিটির সদস্যরা প্রদর্শনীর জন্য ৩৩২ জন শিল্পীর ৩৮৪টি শিল্পকর্ম নির্বাচন করেন। এরমধ্যে চিত্রকলা (পেইন্টিং) ২৬৫টি, ভাস্কর্য শিল্পকর্ম ৬৩টি, স্থাপনা শিল্পকর্ম ৪৭টি (ভিডিও ৯টি) ও নিউ মিডিয়া ৯টি।
নির্বাচন কমিটির সদস্যরা হলেন, শিল্পী তরুণ ঘোষ, শিল্পী রণজিৎ দাস, শিল্পী নাসরীন বেগম, শিল্পী মোস্তফা জামান মিঠু ও শিল্পী রফি হক। ২২তম জাতীয় চারুকলা প্রদর্শনী উপলক্ষে বরেণ্য শিল্পীদের সমন্বয়ে পুরস্কার প্রদানের জন্য গঠিত বিচারকমণ্ডলীর সদস্যরা চিত্রশালার গ্যালারি-১, ২ ও ৩, ভাস্কর্য গ্যালারি, প্লাজা ও চিত্রশালা ভবনের নিচতলা ডিসপ্লেকৃত ৩৮৪টি শিল্পকর্ম থেকে যাছাই-বাছাই করে ১০টি ক্যাটাগরিতে ১০ জন শিল্পীর ১০টি শিল্পকর্ম পুরস্কারের জন্য নির্বাচন করেছেন। চারুকলা প্রদর্শনীর পূর্বের ধারাবাহিকতায় চারুশিল্পীদের শিল্পকলা চর্চায় আরও উৎসাহ প্রদানে এ পুরস্কার দিয়ে আসছে। পুরস্কারগুলো হলো যথাক্রমে, শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সব মাধ্যমে ১ লাখ টাকার শ্রেষ্ঠ পুরস্কার ১টি, ৪টি মাধ্যমে ১ লাখ টাকার সম্মান পুরস্কার ৪টি, ১ লাখ টাকার বেঙ্গল ফাউন্ডেশন পুরস্কার ১টি, ৫০ হাজার টাকার এবি ব্যাংক পুরস্কার ১টি, ৫০ হাজার টাকার ভাষাসৈনিক গাজীউল হক পুরস্কার ১টি, ২৫ হাজার টাকার বেগম আজিজুন্নেছা পুরস্কার ১টি ও ২০ হাজার টাকার দীপা হক পুরস্কার ১টি। পুরস্কারের জন্য বিচারকমণ্ডলীর সদস্যরা হলেন, শিল্পী সৈয়দ আবুল বারক্ আলভী, শিল্পী মনসুর উল করিম, শিল্প সমালোচক মঈনউদ্দিন খালেদ, শিল্পী জামাল আহমেদ ও শিল্পী কনক চাঁপা চাকমা। বুধবার প্রদর্শনীর উদ্বোধনী দিনে বিকেল ৪টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতিবিষয়ক সচিব মো. ইব্রাহীম হোসেন খান ও শিল্পী সৈয়দ জাহাঙ্গীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মো. মনিরুজ্জামান। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
দৈনিকদেশজনতা/এন এইচ