নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের গৌরীপুরে মুর্শেদ মিয়া (৩০) নামে এক কুলিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার ভাংনামারী ইউনিয়নের টেংগরিয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুর্শেদ ওই গ্রামের প্রয়াত ছুতি মিয়ার ছেলে।
রাত ১১টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা জানান, রাতে মুর্শেদ নগরীর থানাঘাটে কাজ শেষে উপার্জনের টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। হয়তো মাদকাসক্তরা টাকা ছিনিয়ে নিয়ে গলাকেটে মুর্শেদকে হত্যা করে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহাম্মদ গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিকদেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

