নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে আবারো পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ২ শিশুসহ কমপক্ষে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মাটির নিচে আরও কয়েকজন চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার সারাদিনের টানা বৃষ্টির ফলে কক্সবাজার শহর ও রামুতে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।
জানা গেছে, ভারি বৃষ্টিতে শহরের লাইট হাউজ পাড়ায় পাহাড় ধসে বাড়িতে পড়লে ৪ জন চাপা পড়ে। এলাকাবাসী তাদের উদ্ধার করে। এদের মধ্যে ২ জনের মৃত্যু হয়। দুজনই হোটেল মিডিয়ার কর্মচারী।
অপরদিকে, রামু উপজেলার চেইন্দায় পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় দুই ভাইবোন মারা গেছে। তাদের নাম জানা গেছে।
দৈনিকদেশজনতা/এন এইচ