১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৪

বরিশাল ও বরগুনার জেলা প্রশাসক প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান ও বরগুনার জেলা প্রশাসক বশিরুল আলমকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান সাংবাদিকদের এ তথ্য জানান।

বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে মামলায় ইউএনও গাজী তারিক সালমনকে নাজেহাল করা নিয়ে চলমান উত্তাপের মাঝে বরগুনা ও বরিশালের জেলা প্রশাসককে প্রত্যাহার করা হলো।

এর আগে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, বরগুনার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনের প্রতি আইনি কোনো ব্যত্যয় হয়েছে কি না, সেটা খতিয়ে দেখতে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত একজন সচিবের নেতৃত্ব পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ২৪, ২০১৭ ৫:৪৭ অপরাহ্ণ