১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১২

বেনাপোলে মাদকসহ ৩ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল সীমান্ত এলাকায় বিদেশি মদসহ তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার সকালে বেনাপোল চেকপোস্টের সাদিপুর সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামের বাবু মিয়ার ছেলে আব্দুল্লাহ (১৬), একই গ্রামের গোলাম আলীর ছেলে শাহাদত (১৭) ও বেনাপোল গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে আল আমিন (১৭)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে খবর আসে তিনজন মদ নিয়ে যশোরে যাওয়ার উদ্দেশে সাদিপুর মোড়ে অপেক্ষা করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তিন বোতল মদসহ তাদের আটক করা হয়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৪, ২০১৭ ২:৪০ অপরাহ্ণ