১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৬

প্রেসিডেন্ট বুহারি ৮০ দিন পর প্রকাশ্যে

আন্তর্জাতিক ডেস্ক:

নাইজেরিয়া ছেড়ে যাওয়ার ৮০ দিন পর প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারিকে প্রথমবারের মতো দেখা গেছে । রোববার প্রকাশিত ছবিতে তাকে লন্ডনে বসে দলীয় নেতাদের সঙ্গে খাবার গ্রহণ এবং বৈঠক করতে দেখা যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ৭৪ বছর বয়সী প্রেসিডেন্ট বুহারি  যুক্তরাজ্যে চিকিৎসার জন্য গত মে মাসে যান। লন্ডনে দলের গভর্নরদের সঙ্গে বৈঠককালে তাকে সুস্থ ও হাসিখুশি দেখা যায়। যুক্তরাজ্যে তিনি চিকিৎসার জন্য গেলেও তার অসুস্থতার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

তবে নানা ধরনের গুজব দেখা দিয়েছিল বুহারি দুই মাসের অধিক সময় নাইজেরিয়ার বাইরে থাকার কারণে । কেউ কেউ তার মৃত্যুর আশঙ্কা প্রকাশও করেছিলেন। আবার অনেকে তার দায়িত্বে ফিরে আসার ব্যাপারেও শঙ্কায় ছিলেন। ওই বৈঠকে থাকা গভর্নর রোকাস অকোরোচা বিবিসিকে জানান, গুজবের বিষয়টি মুহাম্মাদু বুহারিও জানেন। খাওয়ার টেবিলে তিনি তাদের সেসব গুজব সম্পর্কে জানতে চান এবং বিষয়টি তিনি হাসি-ঠাট্টা করেন। রোকাস এটাও জানান, প্রায় এক ঘণ্টা ধরে তারা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি নাইরেজিয়ার অভ্যন্তরীণ নানা বিষয়ে খোঁজ-খবর নেন। চলতি বছরে দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্য সফরে নাইজেরিয়া ত্যাগের আগে বুহারি উপ-রাষ্ট্রপতি ইয়েমি ওসিনবাজোকে তার অবর্তমানে রাষ্ট্রপ্রধানের পূর্ণ ক্ষমতা দিয়ে যান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২৪, ২০১৭ ১১:৩৪ পূর্বাহ্ণ