১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২০

কাবুলে গাড়ি বোমা হামলায় নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী গাড়িবোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪২ জন। সোমবার ভোর সাতটার দিকে রাজধানীর পশ্চিম অংশে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।

নাজিব দানিশ জানান, সকালে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্টাফরা বাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন। তাদের বাসে গাড়িবোমাটি আঘাত হানলে হতাহতের এ ঘটনা ঘটে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে অতীতের হামলাগুলোর সঙ্গে এই আত্মঘাতী হামলার মিল দেখে তালেবান অথবা ইসলামিক স্টেটের (আইএস) কাজ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

যে এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে, সেখানে মূলত শিয়া হাজরা সম্প্রদায়ের বসবাস এবং সরকারের উপ-নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোহাকিকের বাসভবনের খুব নিকটে।

মোহাম্মদ মোহাকিকের এক মুখপাত্র বলেছেন, গাড়িবোমাটির লক্ষ্যবস্তূ ছিল উপ-নির্বাহী কর্মকর্তার বাসভবন। তবে নিরাপত্তারক্ষীদের বাধায় আগেই সেটির বিস্ফোরণ ঘটানো হয়েছে।

হামলার পর পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। নিহত আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিগত দুই মাসে কাবুলে এটি তৃতীয় বড় ধরনের হামলার ঘটনা। চলতি মাসের শুরুতে কাবুলের একটি মসজিদে আইএস হামলা চালালে অন্তত চারজন নিহত হন।

এর আগে গত মে মাসে কাবুলের কূটনৈতিকপাড়ায় ট্রাকে বিস্ফোরক বোঝাই করে এক আত্মঘাতী হামলা চালালে অন্তত ৯০ জনের প্রাণহানি হয়।

হামলা-সহিংসতার কারণে চলতি বছরের প্রথমার্ধেই আফগানিস্তানে অন্তত ১৬৬২ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২০ শতাংশই ঘটেছে রাজধানীতে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২৪, ২০১৭ ১০:৫০ পূর্বাহ্ণ