নওগাঁ প্রতিনিধি:
পরিবেশ ভারসাম্য রক্ষার্থে মানুষের ফল, কাঠ ও রোগ-বালাই মোকাবেলা করতে ফলজ, বনজ ও ঔষুধী গাছ রোপনের গুরুত্ব অপরিসীম। সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে প্রকৃতি। মানুষও হয়ে পড়ছে আতংকিত। তাই মানুষো এসব কথা বিবেচনা করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু হেনা মোস্তফার সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে এক যোগে সকল শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকবৃন্দ, অফিস সহকারী ও পিওনরা রবিবার দুপূর ১২টা থেকে ১টার মধ্যে ৪ লাখ ফলজ, বনজ ও ঔষুধী গাছ রোপন করবেন।
এই ঘোষণার অংশ হিসেবে জেলার ১১টি উপজেলার সকল বিদ্যালয়ে প্রায় দশ হাজার বৃক্ষ রোপন করা হয়। নওগাঁ সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রাশাসক ড. আমিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোজাম্মেল হক।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম আমিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রতিষ্ঠানের সভাপতি মোহাম্মদ বখতেয়ার ইনাম ববি, প্রধান শিক্ষক কিবরিয়া আক্তার বানুসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও সদস্যরা উপস্থিত।
রাণীনগর: উপজেলার কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মজনুর রহমান। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুল্লাহ প্রামানিক, প্রতিষ্ঠানের সভাপতি আমজাদ হোসেন, প্রধান শিক্ষক আবুল হোসেন। উপজেলার ১শ’টি বিদ্যালয়ে প্রায় ১ হাজার গাছ রোপন করা করা হয়েছে।
বদলগাছী: বদলগাছী উপজেলা চত্ত্বরে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন শওকত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সম ফজলুল হক, উপজেলা শিক্ষা অফিসার ছানাউল হাবিব, বন কর্মকর্তা সহিদুল ইসলামসহ প্রাথমিক শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
নওগাঁ সদর: সদর উপজেলা রিসোর্স সেন্টারে এর উদ্বোধন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম আসিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশতানজিদা পারভীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা,ইন্সট্রাক্টর মো: কায়ছার হাবীব, সহকারী উপজেলা শিক্ষা অফিসারসহ প্রধান শিক্ষক ও শিক্ষক নেতৃবৃন্দের পক্ষে শারমিন মেঘলা প্রমুখ।
সাপাহার: উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এই কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল আলম। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রুস্তম আলী, আব্দুল আমিন, মিজানুর রহমান উপজেলা একাডেমীক সুপার ভাইজার নাজমা আকতার।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম আমিরুল ইসলাম জানান, জেলায় শিক্ষা বিভাগে ৮৫জন কর্মকর্তা-কর্মচারি ও ১১টি উপজেলার ১৩৬৮টি প্রাথমিক বিদ্যালয়ে ৭৪৬৮ শিক্ষকবৃন্দ আছেন। এ ছাড়াও পিওনরা আছেন। এই মহতি কর্মসূচীতে জেলা প্রায় দশ হাজার ফলজ, বনজ ও ঔষুধী গাছ রোপন করা হয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর