২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৫৭

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ : পাশের হার ৬৮. ৯১

নিজস্ব প্রতিবেদক:

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী । এর পরপরই ১০টি শিক্ষা বোর্ডের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করবে। জানা গেছে, এবার সারাদেশে এইচএসসিতে পাসের হার ৬৮. ৯১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৭২৬ জন। মোট পাস ৬ লাখ ৪৪ হাজার ৯শ’ ৪২ জন। গত বারের চেয়ে পাসের হার ৫.৭৯ শতাংশ কম। দিনাজপুর বোর্ডে পাশের হার ৬৫.৪৪, জিপিএ-৫ পেয়েছেন ২৯৮৭ । রাজশাহী বোর্ডে পাশের হার ৭১.৩০, জিপিএ-৫ পেয়েছেন ৫২৯৪ জন। বরিশাল বোর্ডে পাশের হার ৭০.২৮ জিপিএ-৫ পেয়েছেন ৮১৫ । সিলেট বোর্ডে পাশের হার ৭২, জিপিএ-৫ পেয়েছেন জন। মাদ্রাসা বোর্ডে পাশের হার ৭৭.২, জিপিএ-৫ পেয়েছেন ১৮১৫ জন। কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৮১.৩৩, জিপিএ-৫ পেয়েছেন ২৬৬৯ জন ।
দৈনিক দেশজনতা /এমএইচ
প্রকাশ :জুলাই ২৩, ২০১৭ ১২:১৮ অপরাহ্ণ