১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৫

নড়াইলে পুলিশের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

নড়াইলের লোহাগড়া পৌরসভার কুন্দসী গ্রামে সৈয়দ আল-মামুন উজির আলী নামে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। নির্যাতনে অসুস্থ হয়ে স্ত্রী ফাতেমা আক্তারকে (২৫)  লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের আব্দুল মান্নান শরীফের মেয়ে ফাতেমা আক্তার শিখার সঙ্গে লোহাগড়া পৌরসভার কুন্দসী গ্রামের সৈয়দ সিরাজ আলীর ছেলে পুলিশ কর্মকর্তা সৈয়দ আল-মামুন উজির আলীর (৩৫) সঙ্গে বিয়ে হয় প্রায় ৫ বছর আগে। তাদের আরাফাত নামে তিন বছরের একটি ছেলে রয়েছে। নির্যাতিতা গৃহবধূ ফাতেমা আক্তার শিখা বলেন, সৈয়দ আল-মামুন উজির আলী কর্মরত আছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর হিসেবে। প্রায়ই তিনি ভালো থানায় বদলির কথা বলে বাড়িতে এসে আমার কাছে বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিত।

তিনি বলেন, বাবা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে গত শুক্রবার রাতে ও শনিবার সকালে ঘরের দরজা বন্ধ করে দু’দফায় আমার হাতমুখ বেঁধে কিল-ঘুষি মারে, এরপর গালিগালাজ করে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে তালাক দেওয়ারও হুমকি দেয়।’ ফাতেমার বাবা আব্দুল মান্নান শরীফ জানান, তার মেয়ের মাধ্যমে জামাতা ইন্সপেক্টর মামুন উজির ১০ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মেয়ের ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। নির্যাতনের খবর তাদের প্রতিবেশীদের মাধ্যমে জানতে পেরে মেয়েকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবুল হাসনাত বলেন, ‘ফাতেমা আক্তারের চোখ, হাত ও শরীরের নিচের অংশে আঘাতের চিহ্ন আছে।’ এ ব্যাপারে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা উজির আলী নির্যাতন ও যৌতুকের ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। তবে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যা পারেন লেখেন।’ এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২৩, ২০১৭ ১২:২৩ অপরাহ্ণ