২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৩৪

বিপিএল এ মাশরাফি খেলবেন রংপুর রাইডার্সে

স্পোর্টস ডেস্ক:

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাশরাফি বিন মুর্তজা খেলবেন রংপুর রাইডার্সে। চুক্তি হয়ে গেছে। এটা আগেই জানা ছিল যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে আগের বছরটা যেমন গেছে তাতে ওখানে আর থাকছেন না মাশরাফি। বসুন্ধরা গ্রুপ নিয়েছে রংপুর রাইডার্সের মালিকানা। ওখানেও কথাটা পাকা। এটা ঠিক এখনকার খবর নয়। যারা খবর রাখেন তারা জানতেন আগে থেকে। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণার উপায় কোথায়? সম্প্রতি অবশ্য মাশরাফির নতুন দলে যোগ দেওয়ার খবর আরো প্রকাশিত ছবিসহ নতুন মালিকানার ওই গ্রুপেরই একটি বাংলা দৈনিকে। যেখানে ফ্রাঞ্চাইজিটির প্রধান নির্বাহীর সাথে ‘জয়ের লড়াই’ স্লোগানের কেক হাতে মাশরাফি। সাথে নির্বাহীর নিশ্চিত করে দেওয়া কথা। রইলো বাকি কি? কিন্তু এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেছেন, এই মাসের প্রথম সপ্তাহে কাজটা ঠিক করেনি খুলনা টাইটান্স। কি কাজ? তারা সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে আইকন (এ প্লাস) হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে তাদের গেলবারেরই অধিনায়ক মাহমুদউল্লাহকে। কিন্তু আগে যাকে আইকন বলা হতো, যা এখন এ প্লাস হিসেবে পরিচিত, সেই তালিকা কি প্রকাশিত? না তা নয়। কিন্তু ৮ দলের ৮ এ প্লাস খেলোয়াড়ের তালিকায় মাশরাফির নামটা যে সবার আগে থাকবে তা বুঝতে ক্রিকেট বোদ্ধা হওয়ার দরকার নেই। যেমন মাহমুদউল্লাহ থাকবেন, তামিম ইকবাল, মুশফিকুর রহীমরা থাকবেন। এ সবার জানা। কিন্তু ঝামেলাটা ওই একটি জায়গায়। মাশরাফির বেলায় তিনি রিটেইনার লিস্টে নন, মানে তাকে তো আগের দল ধরে রাখেনি। আবার রিটেইনার লিস্টও এখনো প্রকাশিত না। এর মধ্যে যেহেতু টেকনিক্যাল একটি কথা উঠছে তাই রংপুর রাইডার্স কর্তৃপক্ষ এখন আর সোজাসুজি কথা বলছে না। ‘সংবাদ তো হয়েছে আপনারা দেখেছেন। মাশরাফির সাথে আমাদের চুক্তিও হয়ে গেছে। কিন্তু দেখেন মাহমুদউল্লাহকে সেদিন খুলনার পরিচয় করিয়ে দেওয়া নিয়ে কথা উঠেছে…তাই আমরা আর আনুষ্ঠানিকভাবে এখন এই কথাটা বলতে চাই না।’ ফ্রাঞ্চাইজিটির একজন কর্মকর্তা এই কথা বলে বুঝি মজাই নিলেন পরের কথায়, ‘মাশরাফি যদি এ প্লাস তালিকায় না থাকে তাহলে তো নিলামে অন্য খেলোয়াড়দের সাথে থাকবে তারও নাম। যে কেউ তাকে ডাকতে পারবে!’ দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি। তার ‘এ’ প্লাসে না থাকার প্রশ্নই ওঠে না। তাই রংপুর রাইডার্সের নতুন অধিনায়কের নাম মাশরাফি। গেলো আসরে ১২ ম্যাচে ১৩ উইকেট নেওয়া মাশরাফি কুমিল্লার সাথে সুখে ছিলেন না। শেষ চারেও দলকে নিতে পারেননি। কিন্তু তার আগেরবারই প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দলটিকে শিরোপা এনে দিয়েছিলেন। আসলে বিপিএলের বরপুত্র তো মাশরাফি। চার আসরের তিনবারের শিরোপা উঠেছে তার হাতে। ২০১২ ও ২০১৩ বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে নেতৃত্ব দিয়েছিলেন শিরোপা জয়ে। এবার রংপুরে মাশরাফির যোগ দেওয়ার কথা শুনে দলটার অস্ট্রেলিয়ান কোচ টম মুডিও খুব নির্ভার। ফ্রাঞ্চাইজিটিকে খুব স্বস্তির সাথে বলে দিয়েছেন, তার কাজ তো অর্ধেকটাই কমে গেলো!

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২২, ২০১৭ ৪:৩৬ অপরাহ্ণ