১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৯

খালার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ দুই বন্ধু

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁয় আহসানুল আলম অনুপম(১৫) ও নাইমুর রহমান দুর্জয় নামে দশম শ্রেণির দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যা থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। অনুপম সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলমের ছেলে এবং দুর্জয় মির্জাপুর হাইস্কুলের সহকারী শিক্ষক জালাল উদ্দীনের ছেলে। সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম জানান, দুই বন্ধু শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সাপাহার থেকে বাসে করে খালার বাড়ি নওগাঁর উদ্দেশে রওনা দেয়। পরিবারের লোকজন খোঁজ নিয়ে জানতে পারে তারা সেখানে যায়নি। তাদের ব্যবহৃত ফোনটিও বন্ধ রয়েছে। এ ব্যাপারে সাপাহার থানায় শুক্রবার রাত সাড়ে ১০টায় পৃথক দুটি জিডি করা হয়েছে। তিনি বলেন, যদি কোনো সহৃদয় ব্যক্তি তাদের(অনুপম ও দুর্জয়) সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৭১৬৭২০৬০০(সাজেদুল আলম) ও ০১৭২৪৯৮৫৬২০(জালাল উদ্দীন) এই নম্বরে খোঁজ দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে সাপাহার থানার ওসি শামছুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত থেকেই তাদের উদ্ধারের জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে এবং শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২২, ২০১৭ ১১:৩৯ পূর্বাহ্ণ