২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৪৭

আল-আকসায় প্রবেশে বাধা : ব্যাপক সংঘর্ষ

অনলাইন ডেস্ক:

আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে বাধা দিয়েছে ইসরাইলি সৈন্যরা। এ নিয়ে মুসল্লিদের সাথে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সন্দেহভাজন ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় গত সপ্তাহে আল-আকসা মসজিদে জুমার নামাজ বন্ধ করে দিয়েছিল ইসরাইল। এর পর সপ্তাহজুড়ে ফিলিস্তিনিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের প্রতিবাদের মুখে মসজিদটি খুলে দেওয়ার পর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইহুদিবাদী ইসরাইল।

ওই নিষেধাজ্ঞায় দেশটির পুলিশ জানায়, আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না ৫০ বছরের কম বয়সী পুরুষ মুসলিমরা। ইসরাইল অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে প্রবেশের প্রধান দ্বার লায়ন্স গেটের সামনে মেটাল ডিটেক্টর বসানোর প্রতিবাদে কয়েক দিন ধরেই বাইরে নামাজ পড়ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার ফিলিস্তিনি ও ইসরাইলি আরবরা।

শুক্রবার এ নিয়ে বড় বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। এর কয়েক ঘণ্টা আগে ইসরাইলের পুলিশ নতুন নিষেধাজ্ঞার কথা জানায়।

ইসরাইলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘৫০ ও তদূর্ধ্ব বয়সী পুরুষরা শুধু ওল্ড সিটি ও টেম্পল মাউন্টে প্রবেশ করতে পারবে। সব বয়সী নারী সেখানে প্রবেশ করতে পারবে।’

শুক্রবার সকাল থেকেই জেরুজালেমে আরব অধ্যুষিত এলাকাগুলোতে ব্যাপকসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

গত সপ্তাহে নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা নিহত হওয়ার পর থেকেই আল-আকসায় নিরাপত্তা জোরদার করে ইসরাইল। এর পর থেকে প্রতিদিনই আল-আকসার আশপাশে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ চলে আসছিল। এরই মধ্যে আজ আল-আকসায় তরুণ-যুব মুসল্লিদের প্রবেশে বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। এরপরই ইসরাইলি সেনা নির্বিচারে গুলি করে।

সূত্র: আল-জাজিরা

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ২১, ২০১৭ ৬:৫৬ অপরাহ্ণ