১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৭

ইবি সিন্ডিকেটে ৪ জনের বিরুদ্ধে শাস্তি ,৩ জনকে শোকোজ

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ২৩৫ তম সিন্ডিকেটে ৪ জনের বিরুদ্ধে শাস্তি ও ৩ জনকে শোকোজ করতে বলা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ভিসির বাস ভবনে অনুষ্ঠিত হওয়া সিন্ডিকেটে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেটে মোট ৭ টি তদন্ত কমিটির রিপোর্ট উন্মোচন করা হয়। এর মধ্যে ২ টি বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ও ৩ টি বিষয়ে অভিযুক্তদের শোকজ করতে বলা হয়েছে। শাস্তিপ্রাপ্তদের মধ্যে প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত ‘এফ’ ইউনিটে ভর্তি কমিটির চেয়ারম্যান নুরুল ইসলামকে সহকারী অধ্যাপক থেকে পদচ্যুত করে প্রভাষক করা হয়েছে। আগামী ৫ বছরে তার কোন পদোন্নতি হবে না এবং তিনি এই সময়ের মধ্যে পরীক্ষা সংশ্লিষ্ট কোন কাজে জড়িত থাকতে পারবেন না।
একইসাথে জড়িত সহায়ক কর্মচারী সাইফুল ইসলাম ও পিয়ন আলাউদ্দীনের ৫ বছরের জন্য ইনক্রিমেন্ট বাতিল এবং ২ বছর তারা কোন প্রকার প্রমোশন পাবেন না।
অন্যদিকে উপ-প্রধান প্রকৌশলী মোঃ তৈমুর রেজার (তুহিন) বিরুদ্ধে অর্থ জালিয়াতি অভিযোগ প্রমাণিত হওয়ায় ডেপুটি অফিসার থেকে দুই ধাপ ডিমোশন দিয়ে সেকশন অফিসার করা হয়েছে। তিনি পরবর্তীতে কখনই সেকশন অফিসার থেকে প্রমশোন পাবেন না এবং সেকশন অফিসার থেকেই তাকে অবসর গ্রহণ করতে হবে।

বাকি যে ৩ জনকে শোকোজ করতে বলা হয়েছে তাদের মধ্যে ফিনান্স এ- ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রুহুল আমিনের নিয়োগ বাণিজ্যের অডিও রেকোর্ড সত্য বলে প্রমাণিত হয়েছে। অন্যদিকে একই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামানের বিরুদ্ধে যৌন নিপীড়ন, পিএইচডি থিসিস প্রক্রিয়ার অনিয়ম, বিভাগের সভাপতি থাকাকালীন অবস্থায় ২ লক্ষ ৩৪ হাজার টাকা অনুমোদন ছাড়া তুলে আত্মসাৎ করার অভিযোগ প্রমাণিত হয়েছে। এই ২ জনসহ মোট ৩ জনকে আগামী ১ সপ্তাহের মধ্যে আত্মপক্ষ সমর্থন করে কারণ দর্শাতে বলা হয়েছে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২১, ২০১৭ ১১:৪৮ পূর্বাহ্ণ