২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১১

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কারাগারে

নিজস্ব প্রতিবেদক:

অর্থের বিনিময়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় অবশেষে কারাগারে গেলেন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আব্দুল জলিল মিয়া ও অতিরিক্ত রেজিষ্টার শাহজাহান আলী মন্ডল। এছাড়াও তিন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জরি করেছে রংপুর জেলা জজ আদালত। বৃহস্পতিবার দুপুরে আদালতের বিচারক হুমায়ুন কবির এই আদেশ দেন।দুদকের মামলার আইনজীবি আব্রাহাম লিংকন জানান, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আব্দুল জলিল মিয়া ও অতিরিক্ত রেজিষ্টার শাহজাহান আলী মন্ডল, সহকারী পরিচালক এটিএম গোলাম ফিরোজ, আশরাফ আলী মন্ডল ও গোলাম মোর্শেদ রনির বিরুদ্ধে দুদকের মামলার চার্জশিট গ্রহনের তারিখ ছিল আজ বৃহস্পতিবার। রংপুর জেলা জজ আদালতে আজ ভিসি ড. আব্দুল জলিল মিয়া ও অতিরিক্ত রেজিষ্টার শাহজাহান আলী মন্ডল আত্মসমর্পন করলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসময় অপর তিন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছিল আদালত। বর্তমান ভিসি দ্বায়িত্ব গ্রহনের পরপরই এই চারকর্মকর্তাকে পদোন্নতি দিয়েছিলেন।

দৈনিক দেশজনতা/ এন আর

 

প্রকাশ :জুলাই ২০, ২০১৭ ৮:১০ অপরাহ্ণ