নিজস্ব প্রতিবেদক:
রংপুর বিভাগের ৫ জেলায় এবারের বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে৩ হাজার ৯৯১ হেক্টর জমির ফসল। ফসলগুলো যাতে নষ্ট না হয় এবং নষ্ট হওয়া ফসলগুলো বাদ দিয়ে কৃষক যাতে দ্রুত অন্য ফসল লাগিয়ে মৌসুমকে কাজে লাগাতে পারেন সেজন্য কৃষি বিভাগের কর্মীরা মাঠে কাজ করছেন। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভাগীয় অফিস সূত্রে জানা গেছে যে রংপুর জেলায় বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে ৫৩ হেক্টর, কুড়িগ্রামে ৩ হাজার ৬২০ হেক্টর, লালমনিরহাটে ৫৯ হেক্টর, নীলফামারীতে ৫ হেক্টর ও গাইবান্ধায় ২৫৪ হেক্টর জমির ফসল । এসব জেলার বন্যার পানিতে নিমজ্জিত ফসলের মধ্যে রয়েছে রোপা আমনের বীজতলা, শাক-সবজি, আউস ধান, পাট ও রোপা আমন।
রংপুরের পীরগাছা উপজেলার কৃষক মোতালেব হোসেন জানান যে তার পাটক্ষেত বন্যার পানিতে ডুবে গিয়েছিল। এখন পানি নামতে শুরু করেছে। পানিতে নিমজ্জিত অবস্থায় পাটের মাথা পানির উপরে থাকায় তার জমির ফসল তেমন নষ্ট হয়নি। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মো. মনিরুজ্জামান বলেন যে আমরা গুরুত্ব সহকারে মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়েছি কৃষকের বিভিন্ন অসুবিধায় পরামর্শ দেওয়ার জন্য। তিনি জানান, বন্যায় কী পরিমাণ ফসল নষ্ট হয়েছে তার একটা জরিপ কাজ চলমান রয়েছে। এছাড়াও বন্যার পানি যেখানে কমতে শুরু করেছে সেসব এলাকায় পানি বের করে দেওয়ার জন্য কাজ করা হচ্ছে। কৃষকরা যাতে দ্রুত ক্ষতি কাটিয়ে এ মৌসুমে অন্য ফসল লাগাতে পারে সেজন্য তাদের কৃষি বিভাগ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে।
এছাড়াও উচু জমিতে যেসব বীজতলা রয়েছে সেগুলোর মধ্যে ভালোগুলো লাগানোর জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে যারা কৃষক পর্যায়ে ক্ষতিগ্রস্ত হবেন তাদের সরকারিভাবে সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে ।
দৈনিকদেশজনতা/ আই সি