১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০০

বেতন-বোনাসের দাবিতে শ্রমিকেরা রাস্তায়

নিজস্ব প্রতিবেদক:

তিন মাসের বেতন-বোনাস না দিয়ে আজ বৃহস্পতিবার টঙ্গী মিল গেটের টপ অ্যান্ড বটমস গার্মেন্টে তালা ঝুলিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ। এদিন সকালে শ্রমিকরা গার্মেন্টে গিয়ে তালা ঝুলানো দেখতে পেয়ে ফুঁসে উঠেন।

বিক্ষুব্ধ ৬ শতাধিক শ্রমিক মিছিল নিয়ে পোশাকশিল্প মালিকদের সংগঠন (বিজিএমইএ) ভবন ঘেরাও করার উদ্দেশ্য রওনা হয়েছেন। এতে রাজধানীর উত্তরা-বনানী-মহাখালী সড়কজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিজিএমইএ ভবন ঘেরাওয়ের কারণ জানতে চাইলে, গার্মেন্টকর্মী রানা, সুজন লাইলী, নাজনীন ও শারমিন বলেন, তারা টঙ্গী মিল গেটের টপ অ্যান্ড বটমস গার্মেন্টের কর্মী। গত তিন মাস যাবৎ বেতনসহ ঈদ বোনাস কিছুই পায়নি।

তারা বলেন, মালিক আজ (২০ জুলাই) আমাদের বেতন বোনাসের টাকা পরিশোধের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সকালে সেখানে গিয়ে দেখতে পাই গার্মেন্টে তালা ঝুলছে। তাই আমরা বিজিএমইএ ভবন ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছি। জানা গেছে, দেড় হাজার শ্রমিকের তিন মাসের বেতন বোনাস বন্ধ রেখে গার্মেন্টে তালা দিয়ে দেন কর্তৃপক্ষ। যানজটের বিষয়ে জানতে চাইলে উত্তরার ট্রফিকের এডিসি বলেন, সকাল থেকে হওয়া বৃষ্টি আর শ্রমিকদের কর্মসূচির কারণে এই জ্যাম সৃষ্টি হয়েছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :জুলাই ২০, ২০১৭ ২:৫১ অপরাহ্ণ