২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১০

‘ঘুষখোর’ প্রধান প্রকৌশলীকে দুদকের জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক:

৫ লাখ টাকা ঘুষসহ হাতেনাতে গ্রেপ্তার হওয়া নৌ পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলামকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতিদমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে দুদকের ঢাকা বিভাগের সমন্বিত জেলা কার্যালয়ে তার জিজ্ঞাসাবাদ শুরু হয়। জানা গেছে, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে তার জিজ্ঞাসাবাদ চলছে। বিকাল পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলবে।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম বুধবার ফখরুল ইসলামকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৮ জুলাই জাহাজের নকশা অনুমোদন বাবদ ৫ লাখ টাকা ঘুষ গ্রহণকালে ফখরুল ইসলামকে নৌ পরিবহনের অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাজধানীর মতিঝিল থানায় দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, বেঙ্গল মেরিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিসের পক্ষে অথরাইজড অফিসার এ এন বদরুল আলম ২০১২ সাল থেকে ২০১৭ সালের বিভিন্ন সময়ে ২২টি জাহাজের নকশা অনুমোদনের জন্য নৌ পরিবহন অধিদপ্তরে জমা দেন। কিন্তু প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম প্রতিবারই ঘুষ দাবি করেন।

প্রতিটি জাহাজের নকশা অনুমোদনের জন্য আকারভেদে ৫ লাখ টাকা থেকে ১৬ লাখ টাকা ঘুষ দাবি করেন। সর্বশেষ গত ১৩ এপ্রিল এমভি নওফেল লিহান জাহাজের নকশা অনুমোদনের জন্য ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন ফখরুল ইসলাম।

দুদক সূত্র জানায়, অভিযোগ পাওয়ার পর দুদকের পরামর্শে মঙ্গলবার নৌ পরিবহন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ফখরুল ইসলামকে ওই অথরাইজড অফিসার ঘুষ হিসেবে ৫ লাখ দিতে যান। এসময় দুদক পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ১২ সদস্যের একটি টিম প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলামকে হাতেনাতে ঘুষসহ গ্রেপ্তার করে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২০, ২০১৭ ২:২৩ অপরাহ্ণ