২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৪৫

বিএসএমএমইউর সীমানাপ্রাচীর ধসে নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সীমানাপ্রাচীর ধসে পারভীন আক্তার নামে একজন পথচারীর মৃত্যু হয়েছে।বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিকেলে সীমানাপ্রাচীর ধসের এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে। তবে তারা সবাই শঙ্কামুক্ত। হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বৃষ্টির সময় বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ব্লকের গাড়ি পার্কিং এলাকার সামনে সীমানাপ্রাচীর হঠাৎ করে ধসে পরে। এ ঘটনায় পারভীন আক্তার, হাসপাতালের নার্স নুরুন্নাহার বেগম, আনসার সদস্য ওমর ফারুক, জাহিদুর রহমান নামে একজন গণমাধ্যম কর্মী এবং সিআইডি’র এএসআই জাহিদুল ইসলাম আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত পারভীন আক্তারকে সঙ্গে সঙ্গে আইসিইউতে ভর্তি করা হয়। তিনি মাথায় গুরুতর আঘাত পান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আতহদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

উপাচার্য  বলেন, সীমানাপ্রাচীর ধসে হতাহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবার আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছে। হতাহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে সহায়তা চাওয়া হলে বিশ্ববিদ্যালয় থেকে সমস্ত সহায়তা করা হবে।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ১৯, ২০১৭ ৯:০৬ অপরাহ্ণ