নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের হাইমচরে একটি বিদ্যালয়ে ‘মানবসেতু’ তৈরি করে ছাত্রদের পিঠের ওপর দিয়ে হাঁটা সেই উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারীর জামিন বাতিল করেছেন হাইকোর্ট।
বুধবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সাহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, চলতি বছরের ৩০ জানুয়ারি হাইমচর উপজেলার নীলকমল ওসমানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নবম ও দশম শ্রেণির কিছু শিক্ষার্থী মিলে ওই ‘মানবসেতু’ তৈরি করে। এরপর নুর হোসেন পাটোয়ারী সেই মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যান।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপক সমালোচনা হওয়ায় পরদিন এক অভিভাবক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীসহ পাঁচজনকে অভিযুক্ত করে হাইমচর থানায় মামলা করেন।
দৈনিক দেশজনতা /এমএইচ