১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩০

জয়ে প্লে অফ খেলার আশা ভালো ভাবেই টিকে থাকল

দেশ জনতা ডেস্ক:

আইপিএলে সোমবার দিনের একমাত্র খেলায় মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই জয়ে প্লে অফ খেলার আশা ভালো ভাবেই টিকে থাকল আসরের বর্তমান চ্যাম্পিয়নদের। প্রতিপক্ষের মাঠে এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুম্বাই। কিন্তু নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রানের বেশি করতে পারেনি দলটি। জবাবে ১০ বল বাকি থাকতেই মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় হায়দ্রাবাদ। হারলেও মুম্বাই ইন্ডিয়ানের অবশ্য প্লে অফ খেলা নিয়ে কোন শঙ্কা নেই। আগেই দলটি নিশ্চিত করে ফেলেছে পরের পর্বে খেলা।

আইপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষ স্থানটা মুম্বাই ইন্ডিয়ান্সেরই। ১২ ম্যাচে ৯ জয় আর ৩ হারে মোট ১৮ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে কলকাতার অবস্থান দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানটা রাইজিং পুনে সুপার জায়ান্টের। চতুর্থস্থান ধরে রাখা হায়দ্রাবাদ অবশ্য উপরের তিন দলের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে। তবে ১৩ ম্যাচ ৭ জয়, ৫ পরাজয় ও ১ টাইয়ে ১৫ পয়েন্ট পাওয়ায় পাঁচে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের চেয়ে প্লে অফে খেলার দৌড়ে এগিয়ে দলটি।

সোমবার রাতে হায়দ্রাবাদের জয়টা ব্যাটসম্যান-বোলারদের সম্মিলিত পারফরম্যান্সেরই ফল। বোলারা দারুণ বল করে জয়ের ভিত তৈরি করি দিয়েছিলেন। পরে শিখর ধাওয়া (৬২*) ও মোজেজ হেনরিকেসর (৪৪) ব্যাটে সহজ জয় হায়দ্রাবাদের। ১৩৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে  ধাওয়ান শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। ম্যাচ সেরাও হয়েছেন ভারতের জাতীয় দলের এই ওপেনার।

n/h=ddj

প্রকাশ :মে ৯, ২০১৭ ১২:৪৭ অপরাহ্ণ