নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ আয়োজিত সামাজিক যোগাযোগ মাধ্যম সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ নিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গত রোববার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার শেষ দিন আজ মঙ্গলবার প্রায় অর্ধশত সংসদ সদস্য অংশ নেন। আজ প্রশিক্ষণ নিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও।
রোববার প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। কর্মশালার উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জানা গেছে, প্রশিক্ষণ কর্মশালার প্রথম দুই দিনে ৯২ জন সংসদ সদস্য অংশ নেন। শেষ দিনে মঙ্গলবার ৪৫ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করছেন আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) – অ্যাসিসটেন্ট কো-অর্ডিনেটর তন্ময় আহমেদ ও সিনিয়র এনালিস্ট ব্যারিস্টার শাহ আলী ফরহাদ।
এই প্রশিক্ষণ কর্মশালায় সহযোগিতা করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটি।
প্রশিক্ষণ কর্মশালায় সংসদ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যম সম্পর্কে ধারণা দেয়া হয়।
M/H