নিজস্ব প্রতিবেদক:
বিএনপি ররাজশাহী বিভাগীয় সাংগঠনিকসম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং ২০দলীয়জোটের শরিক খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মো: ইসহাকেরস্বাস্থ্যেরখবরনিয়েছেনবিএনপিমহাসচিবমির্জাফখরুলইসলামআলমগীর। তিনি মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন খেলাফতে মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাকের শারীরিক অবস্থার খবর নেন। এরপর রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন দলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে দেখতে যান মির্জা ফখরুল। তিনি উভয় নেতার পাশে কিছুক্ষণ অবস্থান করে শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। বুকে ব্যথা নিয়ে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু এ্যাপোলো হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। বর্তমানে তিনি কিছুটা সুস্থ রয়েছেন। বিকেল পর্যন্ত তাকে কেবিনে হস্তান্তর করা হতে পারে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকেরা। রাজধানীর এ্যাপোলো হাসপাতালের কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা: শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এর আগে গত সোমবার রাত ৯টায় গুলশানের নিজ বাসভবনে অবস্থানকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন দুলু। পরে দ্রুত তাকে এ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। দুলুর রোগমুক্তি কামনায় দেশবাসী ও নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন দুলুর পরিবারের সদস্যরা।
দৈনিকদেশজনতা/এন এইচ