নিজস্ব প্রতিবেদক:
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভারি বর্ষণ হতে পারে। সেই সাথে পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
এদিকে নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
এছাড়া আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানায়, উড়িষ্যার উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার ভোররাত ৩টার নাগাদ পুরীর নিকট দিয়ে ভারতের উড়িষ্যার উপকূল অতিক্রম করে বর্তমানে স্থল নিম্নচাপ আকারে উড়িষ্যার উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানকরছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় বায়ুচাপের পার্থক্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে মঙ্গলবার জারি করা তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
দৈনিকদেশজনতা/এন এইচ