১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৫০

মন্ত্রিসভায় পরিবর্তন আসতে পারে

নিজস্ব প্রতিবেদক:

মন্ত্রিসভায় বড় ধরণের পরিবর্তন আসতে পারে। তবে উপ-প্রধানমন্ত্রীর পদ সৃষ্টির খবরটি সম্পূর্ণ গুজব। এ কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৮ জুলাই) সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দুপুরে রাজধানীর সেতু ভবনে অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকের প্রশ্নের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন। তিনি বলেন, মন্ত্রিসভায় রদবদল আসবে কি না, তা প্রধানমন্ত্রীর এখতিয়ার। এ বিষয়ে কিছু বলতে পারব না। তবে মন্ত্রিসভায় একটা রদবদল হতে পারে। রদবদল কখন হবে, তা বলতে পারব না। উপপ্রধানমন্ত্রীর পদ সৃষ্টির বিষয়ে ওবায়দুল কাদেরকে সাংবাদিকেরা প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, এটা সম্পূর্ণ গুজব। এ রকম কোনো পদের কথা তার জানা নেই।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জুলাই ১৮, ২০১৭ ৭:৩২ অপরাহ্ণ