২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩০

লালমনিরহাটের ডিসিসহ পাঁচজনের বিরুদ্ধে রুল

নিজস্ব প্রতিবেদক:

আদালত অবমাননার অভিযোগে ভূমি সচিব, লালমনিরহাটের জেলা প্রশাসক (ডিসি), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনারসহ (ভূমি) মোট পাঁচজনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে আদালত অবমাননার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্য ভূমি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম বদরুদ্দোজা বাদল এবং তার সঙ্গে ছিলেন আইনজীবী শহিদুল ইসলাম।

মামলার বিবরণী থেকে জানা যায়, সরকারি উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে আবদুল মজিদসহ মোট ৬৩ জন হাইকোর্টে ১৭টি রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে ২০০৯ সালে ১২ নভেম্বর হাইকোর্ট তিন মাসের মধ্য তেলিপাড়া মৌজার সংশ্লিষ্ট ভূমি নতুন করে এ ৬৩ জনের নামের খতিয়ান খুলতে বলেন। কিন্তু উচ্চ আদালতের সেই নির্দেশনা প্রতিপালন না হওয়ার অভিযোগে ভূমির মালিক আবদুল মজিদ সোমবার হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগে আবেদন করেন। সে আবেদনের শুনানি শেষে আদালত সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওই রুল জারি করেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :জুলাই ১৮, ২০১৭ ৩:৩৯ অপরাহ্ণ