স্পোর্টস ডেস্ক:
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের সামনে অসহায় রূপে আত্মসমর্পন করেছিল ভারত। ৩৩৯ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৫৮ রানেই গুটিয়ে যায় বিশ্বের সবচেয়ে বড় ব্যাটিং লাইনআপের দল ভারত। শুরুতে মোহাম্মদ আমির একাই ভেঙ্গে দিয়েছিলেন ভারতের ব্যাটিংয়ের মেরুদন্ড। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি মাত্র ৫ করেই ফিরেছিলেন আমিরের বলে। তবে কোহলি যতোই পরাস্থ হোক সেদিন, ভারত অধিনায়ককে বিশ্বের সেরা হিসেবেই মানেন আমির। পাকিস্তানি ফাস্ট বোলারের কাছে স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, জো রুটের চেয়ে কোহলিই এগিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভক্তদের সঙ্গে চ্যাট পর্বে অংশ নিয়েছিলেন আমির। যেখানে নানা বিষয়ে ভক্তরা তাকে প্রশ্ন করেন এবং আমির সেই প্রশ্নগুলোর উত্তর দেন। মোহাম্মদ হামজা সাঈদ নামে একজন আমিরকে প্রশ্ন করেন, বর্তমানে বিশ্বের সেরা ব্যাটসম্যান কে? আমির কোন রকম সংশয় ছাড়াই সরাসরি কোহলির নামটিই বলে দেন। সোমনাথ পাল নামের একজন যেমন প্রশ্ন রেখেছিলেন, রুট, উইলিয়ামসন, স্মিথ, কোহলির মধ্যে সেরা। আমির এই প্রশ্নের উত্তরে বলেন- ‘সবাই সেরা। তবে আমার কাছে কোহলি।’ কোহলিকেও আমিরের বড় ভক্তই বলতে হবে। ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর যখন আমির আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন, তখন পাকিস্তানি বোলারকে একটি ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি। এছাড়া হৃদয় ছোঁয়া মন্তব্যও করেছিলেন, ‘আমি খুবই খুশি আমির আবার ফিরে এসেছে। সে তার ভুল বুঝতে পেরেছে এবং নিজেকে শুধরে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে। আমি সব সময় মনেকরি আমির বিশ্বমানের বোলার। পাঁচ বছর নিষিদ্ধ না থাকলে অবশ্যই সে বিশ্বের সেরা তিনজন বোলারের একজন থাকতো। তার প্রতিভা অনেক। বলে পেস, বাউন্স, ইয়র্কার সবই অসাধারণ।’ ২০১৬ এশিয়া কাপের পর আমিরকে নিয়ে এই কথাগুলো বলেছিলেন কোহলি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যেমন কোহলির উইকেট নিয়েছেন আমির। তেমনি ২০০৯ সালে আমির তার প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে শচীন টেন্ডুলকারকে আউট করেছিলেন। একভক্ত এই দুই উইকেটের মধ্যে কোনটি বেশি উপভোগ্য ছিল তা জানতে চেয়ে প্রশ্ন করেন আমিরকে। আমির বলেন, দুটিই সমান উপভোগ্য ছিল।
দৈনিকদেশজনতা/ আই সি