২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:২৫

নিজেকে প্রমাণ করতে চান সৌম্য সরকার

স্পোর্টস ডেস্ক:

ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারছেন না জাতীয় দলের বাঁ-হাতি ওপেনার সৌম্য সরকার। চ্যাম্পিয়নস ট্রফিতে চার ম্যাচ খেলেছেন সৌম্য। মোট রান করেছেন ৩৪। সর্বোচ্চ ইংল্যান্ডের বিপক্ষে ২৮।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৮ আগস্ট বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে অস্ট্রেলিয়ার। আসন্ন এ সিরিজে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে চান সৌম্য সরকার।
সোমবার বাঁহাতি এই ওপেনার বলেছেন, ‘যেহেতু অস্ট্রেলিয়ার বিপে আমার প্রথম টেস্ট সিরিজ হবে আমি এটাকে স্মরনীয় করে রাখতে চাই। শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও দলে অবদান রাখতে চাই।
তিনি আরও বলেন, আমার ব্যাটিংয়ের মাধ্যমে যেন আমরা দেশের মাটিতে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম কোন টেস্ট জিততে পারি সেই চেষ্টাই করব।’এছাড়া রানে ফেরাটাই এখন তার বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন সৌম্য।
তিনি বলেন, ‘ চ্যাম্পিয়নস ট্রফিতে হয়তো খারাপ করেছি। তার আগের সিরিজটা আবার ভালো করেছি। সবাই হয়তো বলছে। আমি সবার কথা শুনছি না। আমি নিজেই উপলব্ধি করছি আমার সমস্যা আমাকেই বের করতে হবে। আমাকে রান করতে হবে। এটাই এখন আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১৮, ২০১৭ ১০:১৯ পূর্বাহ্ণ