১৪ই জানুয়ারি, ২০২৬ ইং | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৪৫

বিএনপির কেন্দ্রীয় নেতা দুলু অসুস্থ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, নাটোর জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু অসুস্থ হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে।

সোমবার রাত ৯টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার নিজ বাসভবনে অবস্থানকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দুলুকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক। হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, মঙ্গলবার সকালে তার (দুলু) বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর উন্নত চিকিৎসা দেওয়া হবে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১৮, ২০১৭ ৯:৪৫ পূর্বাহ্ণ