১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৯

চীনে বন্যায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় নগরী জিলিনে বন্যায় ১৮ জন প্রাণ হারিয়েছেন এবং আরো ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

জিলিন প্রদেশের মধ্য ও পূর্বাঞ্চলীয় অংশে বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বর্ষণ হয়েছে। এতে প্রদেশের অধিকাংশ অংশই পানিতে তলিয়ে গেছে। এ ব্যাপারে সোমবার নগরীর বন্যা নিয়ন্ত্রণ ও খরা ত্রাণ কার্যালয় জানায়, জিলিন নগরীতে ভয়াবহ বন্যা হয়েছে। এতে এক লাখ ১০ হাজারের বেশি লোক বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

এছাড়া ধ্বংসস্তূপ অপসারণ, সেতু মেরামত ও বাসাবাড়িতে পুনরায় বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ করতে নগরীতে ৩২ হাজার ৩৬০টি শক্তিশালী তল্লাশি ও উদ্ধারকারী দলকে মোতায়েন করা হয়েছে বলেও জানা গেছে।

সূত্র: সিনহুয়া

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুলাই ১৭, ২০১৭ ৭:৪৯ অপরাহ্ণ