নিজস্ব প্রতিবেদক:
রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) স্থাপিত প্রতিষ্ঠানগুলোর ব্যাংক লেনদেন প্রক্রিয়া সহজ করল বাংলাদেশ ব্যাংক। ইপিজেড এলাকার শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো তাদের ব্যাংক একাউন্টে এখন থেকে বৈদেশিক মুদ্রা হিসাবে মূলধন রাখতে পারবে। রোববার বিষয়টি নিয়ে একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। জারি করা নির্দশনা মেনে চলতে সব তফসিলি ব্যাংককে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে, দেশি-বিদেশি যৌথ উদ্যোগে স্থাপিত প্রতিষ্ঠানের (বি-টাইপ প্রতিষ্ঠান) বিদেশি উদ্যোক্তারাও ব্যাংকের বৈদেশিক মুদ্রা হিসাবে মূলধন রাখতে পারবেন। এ ছাড়া বি-টাইপ ও সম্পূর্ণ দেশি মালিনাকার প্রতিষ্ঠানগুলোকে (সি-টাইপ প্রতিষ্ঠান) স্থানীয় ব্যাংকের ঋণের অর্থে আমদানি করার জন্য বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন নিতে হবে না।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

