নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে গতকাল রোববার রাত ১০ টার দিকে একটি যাত্রীবাহি ট্রলার ডুবে-৩ যাত্রী নিখোঁজের সংবাদ পাওয়া গেছে। সিংহশ্রী বাজার সংলগ্ন বরামা ব্রীজের নিকট একটি যাত্রীবাহী ট্রলারের সঙ্গে বড় বালীবাহী ট্রলারের মুখোমুখি সংর্ঘষে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর রাতেই গাজীপুর ফায়ার সার্ভিসকে খবর পাঠানো হয়েছে।
জানা গেছে, শ্রীপুরের বরমী বাজার থেকে যাত্রীবাহী ট্রলারটি ১৫/১৬ জন শ্রমিক নিয়ে সিংহশ্রীর উদ্দেশ্যে রাত ৯টার দিকে ছেড়ে আসে। বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনা কবলিত ট্রলারের যাত্রী জামাল উদ্দিন জানায়, সাতঁরে সকলেই তীরে উঠতে পারলেও ৩ জনের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনা কবলিত ট্রলারের যাত্রীরা শ্রীপুরের মাওনা এলাকার একটি কারখানার শ্রমিক ছিল।
সিংহশ্রী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মনির হোসেন জানান, নিখোঁজের মধ্যে সেলিনা আক্তার (২৭) নামে এক নারী শ্রমিক রয়েছে। তাঁর বাড়ি সিংহশ্রী ইউনিয়নের ভিটি পাড়া গ্রামে।
দৈনিক দেশজনতা /এমএইচ