নিজস্ব প্রতিবেদক:
ভিয়েতনাম থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। সোমবার সকালে ২৭ হাজার মেট্রিকটন চাল নিয়ে ‘এমভি প্যাক্স’ নামের জাহাজ বহির্নোঙরে পৌঁছায়।
এর আগে গত বৃহস্পতিবার ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিকটন চাল নিয়ে প্রথম চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। স্থানীয় শিপিং এজেন্ট ইউনি শিপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসাইন সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিয়েতনাম থেকে দ্বিতীয় চালান চাল নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে এসে পৌঁছেছে। এতে ২৭ হাজার মেট্রিকটন চাল আছে। ২৩ জুলাই তৃতীয় চালান চাল নিয়ে জাহাজ আসার কথা রয়েছে।
খাদ্য অধিদফতর সূত্র জানায়, ভিয়েতনাম থেকে সরকারি পর্যায়ে (জিটুজি) ২ লাখ টন আতপ চাল আমদানি করা হবে। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় চালানের পর তৃতীয় চালানে ২১ হাজার মেট্রিক টন, চতুর্থ ও পঞ্চম চালানে ২৬ হাজার মেট্রিক টন করে, ষষ্ঠ চালানে ৩০ হাজার টন চাল আসবে। বাকি চাল পর্যায়ক্রমে পাঠাবে ভিয়েতনাম।
হাওরে আগাম বন্যা ও অন্যান্য কারণে চলতি বছরে বোরো উৎপাদন ব্যাহত হয়। এতে স্থানীয় পর্যায় থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সংগ্রহ করতে পারেনি অধিদফতর। এ সুযোগে চালের বাজার অস্থিতিশীল হয়ে পড়ে। এ পরিস্থিতিতে চাল আমদানির সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। চলতি অর্থবছরে সরকারি পর্যায়ে সাড়ে চার লাখ টন চাল আমদানি প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ