স্পোর্টস ডেস্ক:
স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিন শেষেই ট্রেন্ট ব্রিজ টেস্টের লাটাইটা নিজেদের করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিন শেষে নিজেদের আধিপত্য আরো দৃঢ় করেছে সফরকারীরা। জিততে হলে শেষ ইনিংসে ইংল্যান্ডের সামনে ৪৭৪ রানের লক্ষ্য দিয়েছে ফ্যাফ ডু প্লেসির দল। এর আগে এত বড় লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড ইংল্যান্ডের নেই।আগের দিনের ১ উইকেটে ৭৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ১৩০ রানের লিড পেয়েছিল সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩৪৩ রান করে দক্ষিণ আফ্রিকা তাদের ইনিংস ঘোষণা করে। ততক্ষণে স্কোর বোর্ডে তাদের লিড জমা পড়েছে ৪৭৩ রানের। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে হাশিম আমলা সর্বোচ্চ ৮৭ রান করেন। দ্বিতীয় উইকেটে তার সঙ্গে ১৩৫ রানরে জুটি গড়া ডিন এলগার করেন ৮০ রান। এছাড়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি ৬৩ ও ভারনন ফিল্যান্ডার ৪২ রান করেন। ইংল্যান্ডের মঈন আলি সর্বোচ্চ ৪ উইকেট নেন। এছাড়া অ্যান্ডারসন ও বেন স্টোকস নিয়েছেন ২টি করে উইকেট। তৃতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ৪ ওভার খেলেছে ইংল্যান্ড। কোন উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে জমা করেছে ১ রান। অবশ্য সেটি অতিরিক্ত খাত থেকে। দুই ওপেনার অলিস্টার কুক ও জেনিংস এখনো রানের খাতা খুলতে পারেননি। রেকর্ড বলছে এই ট্রেন্ট ব্রিজে সর্বোচ্চ ২৮৪ রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড। সেটি ২০০৪ সালের ঘটনা। আর ১৯২৮ সালে সর্বোচ্চ ৩৩২ রান তাড়া করে জেতার রেকর্ড আছে তাদের। সোমবার কি তবে জয়ের আগাম উৎসবের প্রস্তুতি নিয়েই নামবে দক্ষিণ আফ্রিকা? ৪ ম্যাচ সিরিজের প্রথমটিতে লর্ডসে ২১১ রানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা।
দৈনিকদেশজনতা/ আই সি